চট্টগ্রাম প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে চলমান যানজট নিরসন, জনভোগান্তি দূর ও সড়ক সংস্কারের দাবিতে সোমবার
(১৪ মে) বাস ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও
শ্রমিক-পরিবহন ইউনিয়ন।
রোববার দুপুরে আন্তঃজেলা বাস মালিক সমিতির
সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের
জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে
সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো যান চলাচল করবে না। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না
হওয়া পর্যন্ত পরদিন দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ
থাকবে।
প্রসঙ্গত, ফেনীর মহিপাল এলাকায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে বেশ কিছুদিন ধরে ওই
এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই যানজট মহিপাল ছাড়িয়ে কুমিল্লা ও
চট্টগ্রামে গিয়ে ঠেকেছে।
পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত
করা গেলেও এখন তা ১৫ থেকে ১৭ ঘণ্টায় গিয়ে ঠেকেছে। এতে নির্দিষ্ট সময়ে
নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় গন্তব্যের পথ পরিবর্তন করে উল্টোপথে
ফিরে আসারও ঘটনা ঘটছে।
0 comments:
Post a Comment