রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে গিয়ে দলের ফুটবলাররা যাতে সেদেশের মহিলাদের সঙ্গে যৌনাচারে জড়িয়ে না পড়ে সেজন্য কড়া নির্দেশিকা জারি হয়েছে। দলের কোচ গারনট রোর ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন। রাশিয়ান মহিলাদের সঙ্গে কোনওভাবেই যৌনাচার করা যাবে না। স্পষ্ট বলে দেওয়া হয়েছে
রোর বলেছেন, ফুটবলারদের স্ত্রী ও পরিবারের লোকেরা এসে দেখা করতে পারেন। যখন খেলোয়াড়রা ম্যাচের প্রস্তুতি নেবেন না, তখন দেখা করতেই পারেন। তবে একইসঙ্গে বাইরের কোনও অপরিচিত দেখা করতে পারবেন না
গত মাসে বাকিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর অ্যান্থনি গ্লিস ইংরেজ খেলোয়াড়দের সাবধান করে বলেন, রাশিয়ান মেয়েদের থেকে দূরে থাকতে হবে। বড় ম্যাচের আগে এঁরা কাছে এসে বিপদ বাড়াতে পারে। ব্ল্যাকমেল করতে পারে। এমনকী ইংল্যান্ড যাতে টুর্নামেন্টে ভালো খেলতে না পারে, সেজন্যও নানা অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এমনকী হানি-ট্র্যাপও করা হতে পারে বলে আশঙ্কা।
রাশিয়ায় জুনের ১৪ তারিখ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্বকাপের আসর বসবে। খেলা হবে মোট ১১টি শহরে যার মধ্যে রয়েছে মস্কো, সেইন্ট পিটার্সবার্গ, সোচি, ভোগলোগ্রাদ, নোভগোরোদের মতো শহর।
রোর বলেছেন, ফুটবলারদের স্ত্রী ও পরিবারের লোকেরা এসে দেখা করতে পারেন। যখন খেলোয়াড়রা ম্যাচের প্রস্তুতি নেবেন না, তখন দেখা করতেই পারেন। তবে একইসঙ্গে বাইরের কোনও অপরিচিত দেখা করতে পারবেন না
গত মাসে বাকিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর অ্যান্থনি গ্লিস ইংরেজ খেলোয়াড়দের সাবধান করে বলেন, রাশিয়ান মেয়েদের থেকে দূরে থাকতে হবে। বড় ম্যাচের আগে এঁরা কাছে এসে বিপদ বাড়াতে পারে। ব্ল্যাকমেল করতে পারে। এমনকী ইংল্যান্ড যাতে টুর্নামেন্টে ভালো খেলতে না পারে, সেজন্যও নানা অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এমনকী হানি-ট্র্যাপও করা হতে পারে বলে আশঙ্কা।
রাশিয়ায় জুনের ১৪ তারিখ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্বকাপের আসর বসবে। খেলা হবে মোট ১১টি শহরে যার মধ্যে রয়েছে মস্কো, সেইন্ট পিটার্সবার্গ, সোচি, ভোগলোগ্রাদ, নোভগোরোদের মতো শহর।
0 comments:
Post a Comment