ইনিয়েস্তার
বিদায়ের পর তার পরিবর্তে তারকা ফুটবলারদের খোঁজে বার্সেলোনা। খুব সম্ভবত
ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজম্যান আসছেন ক্যাম্প ন্যু'তে। ৫ বছরের জন্য
বার্সেলোনায় চুক্তি করতে রাজি হয়েছেন তিনি। এমনটাই জানানো হয় স্প্যানিশ
দৈনিক স্পোর্ত’র একটি রিপোর্টে।
স্পোর্তের দাবি, বার্সেলোনা যোগাযোগ রাখছে
গ্রিজম্যানের সঙ্গে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে নিয়ে আসতে চায় কাতালান
জায়ান্টরা। ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে এক দোদুল্যমান অবস্থা তৈরি
হয়েছে সবার মনে। গ্রিজম্যানকে বার্সায় দেখার প্রত্যাশা যারা করছেন, তাদের
আশা আরও বাড়িয়ে দিলো মেসির প্রশংসা।
ফরাসি তারকাকে বিশ্বের অন্যতম সেরা বললেন
মেসি। একই সঙ্গে ন্যু ক্যাম্পে তাকে দেখতে পেলে খুশি হবেন জানালেন
আর্জেন্টাইন ফরোয়ার্ড। গ্রিজম্যানকে নিয়ে এই মৌসুমের গোল্ডেন শু জয়ী
বলেছেন, ‘অবশ্যই আমি তাকে পছন্দ করি। সে এখন বিশ্বের সেরাদের একজন। আমি
জানি না তার সঙ্গে কোনও কিছু হচ্ছে নাকি হচ্ছে না। কিন্তু সেরা খেলোয়াড়রা
এলে আমরা আনন্দিত হব এবং গ্রিজম্যান তাদের একজন।’
0 comments:
Post a Comment