ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাতে ‘অনুকরণীয় নেতৃত্ব’এর অসামান্য
অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা ‘সার্টিফিকেট অফ এক্সিলেন্স
অ্যাওয়ার্ড’ লাভ করলেন আমিরাতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতা ইফতেখার
হোসেন বাবুল।এ ছাড়াও সম্মানা পুরস্কার গ্রহণ করেন আমিরাতে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান। গত বুধবার আবুধাবির এমিরেটস
প্যালেস হোটেলে হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আবুধাবি পুলিশ ও
আহালিয়া গ্রæপের পক্ষ থেকে আবুধাবি পুলিশের ডাইরেক্টর লে. কর্নেল সাইয়িদ আল
মুনছুরি ও আহলিয়া গ্রæপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ভি
এস গোপাল এ সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য, প্রয়াত প্রেসিডেন্ট শেখ যায়েদ
বিন সুলতান আল নাহিয়ানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালকে ‹ইয়ার অফ
জায়েদ› বা ‹জায়েদ বর্ষ› ঘোষণা করেছে আরব আমিরাত সরকার। এ উপলক্ষে আমিরাতে
অভিবাসী বিভিন্ন দেশের কমিউনিটিতে যারা দীর্ঘদিন যাবত্ সেবা, ত্যাগ, মেধা ও
শ্রম দিয়ে অবদান রেখেছেন বা রেখে আসছেন বিশ্বের ১০০টি দেশের এমন ১০০
অভিবাসী গুণীজনকে এই সম্মাননা স্বীকৃতি দেয়ার আয়োজন করে আবুধাবি পুলিশ ও
আহালিয়া গ্রæপ। অনুষ্ঠানে প্রায় ৩০ টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আমিরাত
সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তির্বগগণ উপস্থিত
ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন, মিসেস
রাষ্ট্রদূত জাকিয়া ইমরান, মিসেস ওয়াহিদা সুলতানা বাবুল, বঙ্গবন্ধু পরিষদ
আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদারসহ আরো অনেকে। বাংলাদেশ ও
প্রবাসীদের জন্য ব্যাপক সম্মান বয়ে আনা ইফতেখার হোসেন বাবুল বঙ্গবন্ধু
পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আবুধাবি বাংলাদেশ স্কুল অ্যান্ড
কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য।তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া
উপজেলায়।
Home
Bangladesh
আমিরাতে কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুলের সার্টিফিকেট অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
loading...
0 comments:
Post a Comment