ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশ রক্ষার আন্দোলন সরগরম হয়ে উঠেছে। রাজ্যের
তুতিকোরিনে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে পুলিশের
গুলিতে ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে
পড়েছে রাজ্যে। তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) স্টারলাইট
কপার কারখানার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছিল ১০০ দিন আগে।
থুদুকুড়িতে ওই কারখানা বিস্তারের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারির
১০ তারিখে। প্রতিবাদ জানাতে পথে নামেন ১৮ গ্রামের মানুষ। কারখানা বন্ধের
দাবিতে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ শুরু করেন তারা। চলচ্চিত্র অভিনেতা কমল
হাসান থেকে শুরু করে তামিল সিনেমা জগতের অনেকেই সেই আন্দোলনকে সমর্থন
জানিয়েছিলেন। মঙ্গলবার আন্দোলনের ১০০ দিন উপলক্ষে সকাল থেকেই বড়সড়
বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছিল। কয়েক হাজার মানুষ স্টারলাইট কারখানার বাইরে
অবস্থান বিক্ষোভ করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ। বরং জারি হয়েছিল ১৪৪
ধারা। কিন্তু বিধিনিষেধ অগ্রাহ্য করেই শহরের মধ্যে দিয়ে মিছিল করে এসে
কালেক্টরেটের সামনে বিক্ষোভ দেখাতে যান আন্দোলনকারীরা। মিছিল কালেক্টরেটে
পৌঁছলে আটকানোর চেষ্টা করে পুলিশ। সংঘর্ষ শুরু হয়ে যায়। লাঠিচার্জ ও
টিয়ারগ্যাস ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। উত্তেজিত জনতা
পুলিশকে নিশানা করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশের গোটা দশেক গাড়ি ভাঙচুর করে
তারা। দু’টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কালেক্টরেটেও আগুন লাগানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। এর পরেই বিভিন্ন এলাকায় হাঙ্গামা
চালাতে থাকে বিক্ষোভকারীরা। স্টারলাইট কারখানার কর্মীদের আবাসেও আগুন ধরিয়ে
দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী অবশ্য দাবি করেছেন, ২০ হাজার
উত্তেজিত জনতাকে অন্য কোনোভাবে আটকাতে না পেরে গুলি চালাতে বাধ্য হয়েছে
পুলিশ। তবে এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী, রজনীকান্ত,
কমল হাসন, এম কে স্ট্যালিনরা। এনডিটিভি, এবিপি।
Home
india
লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি: পরিবেশ রক্ষা বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
loading...

0 comments:
Post a Comment