বিয়ের দিনটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আর এ দিনের পোশাক ও রঙ
নিয়ে সব মেয়েদেরই থাকে নানা চিন্তা। যদিও প্রাচীনকাল থেকেই বিয়েতে মেয়েদের
বিয়ের পোশাকে লাল রংকেই প্রাধান্য দেয়া হয়। কিন্তু এখন শুধু লাল রং নয়
বিভিন্ন হালকা ও ভিন্নধর্মী রঙের বিয়ের শাড়ি, লেহেঙ্গা, সারারা পড়ছেন
অনেকে। এমন কি দেশি বিদেশি তারকাদের বিয়ের পোশাক দেখলেও আপনি বুঝতে পারবেন
বিয়ের ফ্যাশনে এখন কেমন রঙ চলছে।
লাল
লাল রঙকে অনেকে উৎসবের রঙ হিসেবে বেছে নেন। বিশেষ করে বিয়ের দিনের অনুষ্ঠানে অনেকে মেয়েরা লাল রঙের কাতান শাড়ি বা লেহেঙ্গা পড়ে থাকেন। কিছুদিন আগেই হয়ে গেছে ভারতীয় অভিনেত্রী সোনাম কাপুরের বিয়ে। তিনি কিন্তু বিয়ের দিনের জন্য লাল লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী অনুশকা শর্মা বিয়ের দিনের জন্য নয়, তবে পুরো বিয়ের অনুষ্ঠানের এক দিন পড়েছিলেন লাল কাতান শাড়ি।
লাল রঙকে অনেকে উৎসবের রঙ হিসেবে বেছে নেন। বিশেষ করে বিয়ের দিনের অনুষ্ঠানে অনেকে মেয়েরা লাল রঙের কাতান শাড়ি বা লেহেঙ্গা পড়ে থাকেন। কিছুদিন আগেই হয়ে গেছে ভারতীয় অভিনেত্রী সোনাম কাপুরের বিয়ে। তিনি কিন্তু বিয়ের দিনের জন্য লাল লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী অনুশকা শর্মা বিয়ের দিনের জন্য নয়, তবে পুরো বিয়ের অনুষ্ঠানের এক দিন পড়েছিলেন লাল কাতান শাড়ি।
সোনালী :
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে নিজেকে সাজিয়ে নিতে পারেন সোনালী রঙে। লেহেঙ্গাও হতে পারে অথবা শাড়ি। সেক্ষেত্রে গহনা বিভিন্ন রঙের পাথরের পড়লে একদম মানিয়ে যাবে সাজের সঙ্গে। কিছুদিন আগে হয়ে গেল বাংলাদেশি অভিনেত্রী নাবিলার বিয়ে। তিনি কিন্তু এ দিন বেছে নিয়েছিলেন সোনালি রঙের লেহেঙ্গা কাটিং গাউন।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে নিজেকে সাজিয়ে নিতে পারেন সোনালী রঙে। লেহেঙ্গাও হতে পারে অথবা শাড়ি। সেক্ষেত্রে গহনা বিভিন্ন রঙের পাথরের পড়লে একদম মানিয়ে যাবে সাজের সঙ্গে। কিছুদিন আগে হয়ে গেল বাংলাদেশি অভিনেত্রী নাবিলার বিয়ে। তিনি কিন্তু এ দিন বেছে নিয়েছিলেন সোনালি রঙের লেহেঙ্গা কাটিং গাউন।
0 comments:
Post a Comment