ফরিদপুর শহর আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার ভোরে সিআইডির একটি দল ওই দুই ভাইকে ফরিদপুর জেলা কারাগার থেকে ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে নিয়ে আসে।
ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করে সিআইডি। সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলাটি করেন। সিআইডি এ মামলায় ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। ১৩ জুলাই এ রিমান্ডের ভার্চ্যুয়াল শুনানি হয়। ফরিদপুর কারাগারে থাকা অবস্থায় ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
About bengalismsnew
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment