মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি

চ্যাম্পিয়ন্স লিগের পর্দা নামার সঙ্গে সঙ্গে শেষ হলো ২০১৭-১৮ মৌসুম। ইউরোপিয়ান ট্রফি রিয়াল মাদ্রিদ জয় করলেও স্পেনের ঘরোয়া লিগ এবং কাপ থেকে কেবল হতাশাই পেয়েছে তারা। এ দুটো ট্রফিই নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। বার্সার এমন সাফল্যের মূল রহস্য শুধুমাত্র মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই লা লিগা চ্যাম্পিয়ন হয় বার্সা। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি এবার ২০১৭-১৮ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।
বর্তমান মৌসুমে ক্লাবের হয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ৫৪টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যেখানে তার গোলসংখ্যা ৪৫টি। রোনালদো ও সালাহ দুজনের সামনেই সুযোগ ছিল মেসিকে টপকে যাওয়ার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কেউই গোল করতে পারেননি।
৫৪ ম্যাচে ৪৫ গোল করে সবার উপরে মেসি। ৫২ ম্যাচে ৪৪ এবং ৪৪ ম্যাচে ৪৪ করে এরপরের দুই অবস্থানে রয়েছেন যথাক্রমে সালাহ এবং রোনালদো। তাছাড়া সমান ৪১টি করে গোল করেছেন রবার্ট লেভেন্ডোস্কি, হ্যারি কেইন এবং সিরো ইমমোবলে।

Share on Google Plus

About bengalismsnew

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

loading...