ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপে ইংলিশ সমর্থক এবং ফুটবলারদের জন্য মোহময়ী রুপের ফাঁদ পেতে বসে আছেন রুশ সুন্দরীরা। তাঁদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই উদ্দ্যোগ নিয়েছেন তাঁরা।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়ো সাক্ষাৎকারে তিনি জানান, সমর্থকদের এবং ফুটবলারদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। রেঁস্তোরা বা অন্য কোথায় অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা না বলাই ভাল। কারণ অপরিচিত ব্যক্তিটি পরিচয় গোপন করে থাকা কোনও এজেন্টও হতে পারেন। তিনি আরও জানান, রাশিয়ায় যারা আসবেন তাঁদের নিজেদের সব তথ্যই রাশিয়ান স্পেশ্যাল সার্ভিসকে জানাতে হবে। পাশাপাশি তিনি আরও জানান, রাশিয়ায় আসা সব ফুটবলপ্রেমীকেই যে টার্গেট করা হবে এমনটা নয়। তবে, উচ্চপদস্থ কর্মীদের টার্গেট করার সম্ভবনাই বেশি। প্রত্যেকের উপরই ওরা নজর রাখবে।কোথায় থাকছে, কী করছে সব কিছুই।
পাশাপাশি তিনি এ-ও জানান যে মধুচক্রের সাহায্য নিয়ে ইংল্যান্ড ফুটবলারদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারেন দুস্কৃতীরা। তিনি বলেন, 'আমি জানি বিশ্বকাপে বিশেষ সম্ভবনা নেই ইংল্যান্ডের। তবুও যতটা আছে, ততটা খারপ করার জন্যই মধুচক্রের পথ বাছতে পারে ওরা। খাবারে বিষক্রিয়াও করতে পারে।'
তবে, রাশিয়ায় আসার জন্য যারা পরিকল্পনা করেছেন তাঁদের আশ্বস্ত করে মিক বলেছেন, রাশিয়া দারুণ দেশ। এখানে আসুন। তবে, সাবধাণী হলে সফর ভাল হবে।
১৪ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়ার এগারোটি শহরে হবে এই টুর্নামেন্ট।
0 comments:
Post a Comment