ইউরোপে প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে এলিসা গ্রানাটোর শরীরে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ছবি : সংগৃহীত
ইউরোপে প্রথমবারের মতো মানবদেহের শরীরে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করেছে যুক্তরাজ্য। দুজন স্বেচ্ছাসেবীর শরীরে প্রথম এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে মোট ৮০০ জনের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এর মধ্যে অর্ধেককে কোভিড-১৯-এর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। বাকি অর্ধেককে কোভিড-১৯-এর ভ্যাকসিনের বদলে একটি কন্ট্রোল ভ্যাকসিন দেওয়া হবে, যেটি মেনিনজাইটিস থেকে সুরক্ষা দেয়।
এ পরীক্ষামূলক পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছে যে, চিকিৎসকরা ছাড়া কেউই জানতে পারবে না, কার ক্ষেত্রে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
ভ্যাকসিন নেওয়া দুজনের মধ্যে একজন এলিসা গ্রানাটো। তিনি বলেন, ‘আমি একজন বিজ্ঞানী। তাই যতটা সম্ভব এ বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকে সাহায্য করার চেষ্টা করতে চাই।’
0 comments:
Post a Comment