ইকুয়েডরে মর্গে জায়গা নেই, বাথরুমে করোনায় মৃতদের লাশ
মর্গে জায়গা নেই। হাসপাতালের বাথরুমে, করিডোরে, চেয়ারে রাখতে হচ্ছে করোনায় মৃতদের মরদেহ। করোনা সঙ্গে লড়াইয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোই যখন নাকানিচুবানি খাচ্ছে, তখন লাতিন আমেরিকার ছোট দেশ ইকুয়েডরের ছবিটা এমনই। কার্যত মুখ থুবড়ে পড়েছে দেশটির গণস্বাস্থ্য ব্যবস্থা। দেশটির গুয়াইয়াকিল শহরে করোনাজনিত কোভিড-১৯ রোগীতে ভরা একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, মর্গে জায়গা না থাকায় হাসপাতালের বাথরুমে...
দেশটির গুয়াইয়াকিল শহরে করোনাজনিত কোভিড-১৯ রোগীতে ভরা একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, মর্গে জায়গা না থাকায় হাসপাতালের বাথরুমে মরদেহ রাখতে হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে ৩৫ বছর বয়সী একজন নার্স বলেন, ‘মর্গ থেকে আমাদের জায়গা নেই জানানো হলে বাধ্য হয়ে বাথরুমে মৃতদেহ রাখতে হয়। ছয়-সাতটি মরদেহ জমা হলে মর্গ থেকে লোক এসে নিয়ে যায়।’
ওই নার্সের আরেকজন সহকর্মী বলেন, ‘বাথরুমে অনেক মরদেহ পড়ে থাকে, মেঝেতে পড়ে থাকে, চেয়ারে পড়ে থাকে।’
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত ইকুয়েডরে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি। আর করোনায় মারা গেছে সাড়ে ৮০০ জনের বেশি। এদিকে এএফপি বলছে, ইকুয়ডরের গুয়াস অঞ্চলে শুধু এপ্রিল মাসেই মারা গেছে ছয় হাজার ৭০০ মানুষ। বিশেষজ্ঞদের অনুমান, মৃতদের অধিকাংশই করোনায় আক্রান্ত ছিল। ফলে সরকারি হিসাবে করোনায় মৃত্যু প্রায় ৬০০ দেখালেও আসল সংখ্যাটি ১০ গুণেরও বেশি বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত ফেব্রুয়ারি মাসে ইকুয়েডরে প্রথম করোনায় আক্রান্ত রোগী ধরা পড়ে। স্পেন থেকে রোগটি নিয়ে ফিরেছিলেন বেশ কয়েকজন।
0 comments:
Post a Comment