বাসে অর্ধেক আসন ফাঁকা থাকবে, ৮০ ভাগ ভাড়া বাড়ানোর সুপারিশ


করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলানোর জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অপরদিকে এই সময়ে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোরও পক্ষে মত দিয়েছে সংস্থাটি।
আজ শনিবার সকালে সংস্থাটির ভাড়া সমন্বয়বিষয়ক কমিটি এক বৈঠকে এই সুপারিশ করে। সুপারিশগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিআরটিএ চেয়ারম্যান মো. ইউছুব আলী মোল্লা (অতিরিক্ত সচিব) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
মো. ইউছুব আলী মোল্লা বলেন, ‘আগামীকাল অর্থাৎ ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। অর্থাৎ যেখানে ৫০টি সিট রয়েছে সেখানে ২৫ জন যাত্রী পরিবহন করতে হবে। এতে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে যাত্রী সংখ্যা কমলেও পরিবহন ব্যয় কিন্তু একই থেকে যাচ্ছে। আর এই খরচটা কিন্তু কাউকে না কাউকে বহন করতেই হবে। তা না হলে পরিবহন চালানো যাবে না।’
বিআরটিএ চেয়ারম্যান আরো বলেন, ‘পরিবহন মালিকদের দাবি ছিল, যাত্রী সংখ্যা যেহেতু কমছে তাই ভাড়া ১০০ ভাগ বাড়ানোর জন্য। আমরা সেটা না করে ৮০ ভাগ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছি। এই ভাড়া সব ধরনের পরিবহনের জন্য প্রযোজ্য হবে। সরকার যদি এটি কার্যকর করে তাহলে পরিবহনগুলোকে তাদের আগের ভাড়ার যে দর ছিল সেই দর থেকে ৮০ ভাগ বাড়াবে।’
এর আগে গত ২৮ মার্চ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য আটজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই মধ্যে সেই কমিটি গণপরিবহন পরিচালনার জন্য বেশ কিছু কারিগরি নির্দেশনা তৈরি করেছে।
Share on Google Plus

About bengalismsnew

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

loading...