বিমানের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। শনিবার বেলা পৌনে ১টার দিকে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে শাহ আমানতে অবতরণ করে। 
এই ফ্লাইটের কোনো এক যাত্রী বিমান বন্দরে নিরাপত্তা জোরদার ও কড়া তল্লাশি দেখে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, মালিকবিহীন অবস্থায় বিজি ১৩৬ ফ্লাইটের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। মালিকবিহীন এই স্বর্ণগুলোর প্রকৃত কোনো দাবিদার না আসলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হতে পারে।
http://za.gl/I7uW6

Share on Google Plus

About bengalismsnew

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

loading...