আবর্জনায় এত মধু!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লা-আবর্জনা তথা গারবেজ (উচ্ছিষ্ট বর্জ্য) দিন দিন মূল্যবান হয়ে উঠছে। একসময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএবি) নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে সব ধরনের বর্জ্য অপসারণ (ক্লিনিং) করত। এখন সেই বর্জ্য অপসারণে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে উল্টো অর্থ দেওয়া হয়। স্বভাবতই প্রশ্ন উঠছে- কী মধু আছে এই বর্জ্য। এ ছাড়াও বর্জ্য অপসারণকারী প্রতিষ্ঠানের কর্মীদের বিমানবন্দরের স্পর্শকাতর স্থানে চলাচলের কারণে হুমকিতে নিরাপত্তাও।
দেশের অপর ২ আন্তর্জাতিক বিমানবন্দর- চট্টগ্রাম শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরের ময়লা-আবর্জনা অপসারণের কাজ নিজস্ব জনবল দিয়ে করা হয়ে থাকে। জনবলের পেছনে প্রতিমাসে গুনতে হয় মোটা অঙ্কের বেতনভাতাও।http://za.gl/I7uW6

Share on Google Plus

About bengalismsnew

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

loading...