বিয়েতে যদি নিজের মধ্যে রাজকীয় ও আধুনিকভাব ফুটিয়ে তুলতে চান তবে নীল রঙ হবে সবচেয়ে উপযুক্ত। সাধারণত বৌভাত বা এনগেজমেন্টে বাংলাদেশী নারীরা নীল পড়ে থাকেন। তবে বিয়েতেও এই রঙ মানিয়ে যায়। রাতের অনুষ্ঠানের জন্য নীল রঙ আপনি সহজেই পড়তে পারেন।
পিচ :
খুব যদি উজ্জ্বল রঙ পছন্দ না করেন তাহলে পিচ রঙ বেছে নিতে পারেন। আপনার মধ্যে উৎসবের ছোঁয়া এনে দিতে পারে এই রং। সোনার গহনা সহজে মানিয়ে যাবে এতে। ভারতীয় অভিনেত্রী অনুশকা শর্মা ও অভিনেত্রী নেহা ধুপিয়া কিন্তু তাদের বিয়ের বিশেষ মুহূর্তে পড়েছিলেন পিচ রঙের লেহেঙ্গা।
খুব যদি উজ্জ্বল রঙ পছন্দ না করেন তাহলে পিচ রঙ বেছে নিতে পারেন। আপনার মধ্যে উৎসবের ছোঁয়া এনে দিতে পারে এই রং। সোনার গহনা সহজে মানিয়ে যাবে এতে। ভারতীয় অভিনেত্রী অনুশকা শর্মা ও অভিনেত্রী নেহা ধুপিয়া কিন্তু তাদের বিয়ের বিশেষ মুহূর্তে পড়েছিলেন পিচ রঙের লেহেঙ্গা।
0 comments:
Post a Comment