প্রস্তুতি ম্যাচে যে বাংলাদেশ দলকে দেখা গিয়েছিলো দক্ষিন আফ্রিকায়, কিন্তু সেই বাংলাদেশকে আর খুজে পাওয়া যায়নি মূল ম্যাচগুলোতে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে বাংলাদেশ দল হোয়াঈতওয়াশ হলো টি-২০তেও।
বৃষ্টির কারনে ম্যাচের পরিসর ২০ ওভার থেকে কমিয়ে ৯ অভার করা হয়। সেই ম্যাচে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
নির্ধারিত ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৬৪ রান। স্বাগতিকদের হয়ে ব্রিৎস সর্বোচ্চ ২৯ রান করেন। আর নিকার্কের ব্যাট থেকে আসে ১২ রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন। মাত্র ৬৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোন রান নিতে পারেনি বাংলাদেশ। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেন তারা।
নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসতে থাকেন নারী ক্রিকেটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান স্কোরবোর্ডে তুলে জাহানারার দল।
দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান শামীমা। এছাড়াও ফাহিমা করেন ১০ রান। এই সিরিজ হারা পরে অনেকতাই খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
0 comments:
Post a Comment