বয়স বাড়লেও ‘বুড়ো’ হবেন না যে খাবারে
চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে অনেকেই আফসোস করেন। বয়স বাড়া সঙ্গে সঙ্গে মুখের কোমল ত্বক অমলিন হয়ে যাওয়া, চোখের নীচে অসংখ্য বলিরেখা,কানের কাছে পাক ধরা চুল দেখে কার না মন খারাপ হয়। মুখে বয়সের ছাপ দূর করতেই সম্প্রতি এক গবেষণায় বেশ কিছু খাবারের নাম উঠে এসেছে। এ খাবারগুলো প্রতিদিন ডায়েটে রাখলে চেহারায় বয়সের ছাপ দীর্ঘদিন পড়বে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক চেহারায় লাবণ্য আনার চারটি কার্যকর খাবার-
টক দই
0 comments:
Post a Comment