দেশে একদিনে করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়াল




করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫৮২ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো দুই হাজার ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৪২ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনার কারণে ‍মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন ও  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন আছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রংপুর বিভাগে দুজন, বরিশালে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।
অধ্যাপক নাসিমা বলেন, মৃত ২৩ জনের মধ্য পুরুষ ১৯ জন ও নারী চারজন। এ ছাড়া মৃতদের আরো বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে চারজন, ঢাকা জেলায় একজন, নারায়ণগঞ্জে দুজন, মুন্সীগঞ্জে একজন, মানিকগঞ্জে একজন, কিশোরগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে ছয়জন, কুমিল্লায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, ফেনীতে একজন, রংপুরে দুজন, ভোলায় একজন ও সিলেটে একজন মৃত্যুবরণ করেছেন। যা মোট শনাক্তের ১ দশমিক ৩৬ ভাগ মৃত্যুবরণ করেছেন।
নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৮২ জনের। এর মধ্য থেকে দুই হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা দেশে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার ২২ দশমিক ৩৩ ভাগ শনাক্ত হয়েছে।
নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন, যা মোট শনাক্তের ২১ দশমিক ৪ ভাগ সুস্থ হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে ৪২ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট দুই লাখ ৮৭ হাজার ৬৭ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Share on Google Plus

About bengalismsnew

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

loading...