ঝালকাঠিতে কলেজছাত্রীকে ধর্ষণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৬
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে উদ্ধারের পর আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
ওই কিশোরী পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি কলেজের ছাত্রী।
পুলিশ জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রিমন হাওলাদার তানভীর নামের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক হয় ওই কলেজছাত্রীর। গত মঙ্গলবার তানভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুর উপজেলায় ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায়। ওই দিনই মোটরসাইকেলে করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উদ্দেশে রওনা দেয় তারা। পথে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের মাঝেরপুল এলাকায় বখাটে রিপন জমাদ্দার, আফজাল, রাকিবসহ কয়েকজন যুবক তাদের পথ আটকায়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় ওই যুবকরা। পরে ওই কলেজছাত্রীকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে তারা।
পরে তানভীর, রায়হান ও ওই কিশোরীকে স্থানীয় হোসনেয়ারা বেগমের বাড়িতে তিন দিন ধরে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে তারা। এরপর তাদের অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে তারা।
পরে তানভীরের পরিবার গতকাল বৃহস্পতিবার রাতে মুক্তিপণের জন্য ৩০ হাজার টাকা ওই বখাটে যুবকদের হাতে তুলে দিতে যায়। ওই সময় স্থানীয় জনতার সহায়তায় কাঁঠালিয়া থানা পুলিশ বখাটে রিপন জমাদ্দারকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হোসনেয়ারা বেগমসহ আরো পাঁচজনকে আটক করা হয়।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ওই কলেজছাত্রী, তার প্রেমিক তানভীর ও তানভীরের বন্ধু রায়হানকে উদ্ধার করে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
0 comments:
Post a Comment